জানা-অজানা

কীভাবে এলো ‘অস্কার’ নামটি ?

ঝিনাইদহের চোখ-
১৯২৯ সাল থেকে যাত্রা শুরু করে চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ড। হলিউড চলচ্চিত্রের সবচেয়ে জমকালো আসরও এটি। এই পুরস্কারটির নাম আসলে ‘একাডেমি অ্যাওয়ার্ড অব মেরিট’ আর পদকটির নাম ‘অস্কার’। কিন্তু ‘অস্কার’ নামেই এখন পুরস্কার ও পদক দুটোই পরিচিত।

৩৪ সে.মি. লম্বা গোল্ড প্লেটেড পুরুষ মূর্তিটির নাম ‘অস্কার’ কীভাবে হলো তা নিয়ে নানা কাহিনী প্রচলিত আছে। সবচেয়ে প্রচলিত ঘটনাটি হলো, ১৯৩১ সালে একাডেমির লাইব্রেরিয়ান মার্গারেট হেরিক একদিন হঠাৎ মূর্তিটি দেখে বলেন, এটা দেখতে একদম তার চাচা অস্কারের মতো। অস্কার নামটি খুব পছন্দ হয়ে যায় একাডেমি কর্তৃপক্ষের। তখন থেকেই পদকটির নাম হয়ে যায় ‘অস্কার’।
বিজ্ঞাপন

আরেক মতে, ১৯৩৪ সালে প্রদানের সময় হলিউডের কলাম লেখক সিডনি সোলস্কি ক্যাথারিন হেপবার্নের সেরা অভিনেত্রীর পুরস্কারটিকে অস্কার বলে সম্বোধন করে ছিলেন। একই বছর ওয়াল্ট ডিজনিও এই পদকটিকে ‘অস্কার’ বলে সম্বোধন করেন। ১৯৩৯ সাল থেকে একাডেমি অ্যাওয়ার্ডকে আনুষ্ঠানিকভাবে ‘অস্কার’ নামে ডাকা শুরু হয়।

অস্কার পুরস্কার নামে বহুল প্রচলিত এ পদকটির নকশা তৈরি করেন বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান এমজিএম-এর শিল্প নির্দেশক সেডরিক গিবসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button