কোটচাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
এসএম রায়হান উদ্দীন, কোটচাঁদপুর, ঝিনাইদহের চোখ-
“খাদ্য নিরাপত্তা, বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার বেলা ১১ টার দিকে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সহযোগিতায় কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এই মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন, ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খাঁন চঞ্চল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুনেছা মিকি। উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মাজেদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক, থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাজান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন মিয়া, পৌর আ.লীগের আহŸায়ক ফারজেল হোসেন মন্ডল, যুগ্ন-আহŸায়ক শহীদুজ্জামান সেলিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।