মাগুরা মুক্ত দিবসে ঝিনাইদহের ঐতিহ্যবাহী লাঠিখেলা উৎসব
ঝিনাইদহের চোখ-
মাগুরা মুক্ত দিবস ছিল সোমবার (৭ ডিসেম্বর)। এ উপলক্ষে জেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিকেলে নোমানী ময়দান মাঠে এ খেলা দেখতে ভিড় করে হাজারো মানুষ।
সোনালী অতীত ক্লাবের সভাপতি এ এস এম কামরুজ্জামান চাঁদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা- ১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা পুলিশ সুপার খান মহম্মদ রেজওয়ান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শামিম আহমেদ খান, এ্যাভোকেট শাখারুল ইসলাম শাখিল প্রমুখ।
ঝিনাইদহ লাঠিয়াল দলের সরদার আলামিন বলেন, নিয়মিত আয়োজন না থাকায় এ খেলা প্রায় হারিয়ে যাচ্ছে। মাগুরাসহ আশাপাশের বেশ কয়েকটি জেলায় কয়েকটি লাঠিয়াল দল এখনো এ ঐতিহ্যবাহী খেলাকে ধরে রেখেছে।
এছাড়া এই দিনে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা অনুষ্ঠান, মোমবাতি প্রজ্বলনসহ নানা আয়োজনে মাগুরা মুক্ত দিবস পালিত হয়।