জানা-অজানাদেখা-অদেখা
২১ ডিসেম্বর রাতের আকাশে বৃহস্পতি-শনি
ঝিনাইদহের চোখ-
আগামী ২১ ডিসেম্বর রাতের আকাশে মিলবে বৃহস্পতি-শনি। সম্প্রতি নাসা তাদের ওয়েবসাইটে জানিয়েছে।
আগামী ২১ ডিসেম্বর রাতের আকাশে তাকালে চোখে পড়বে এক উজ্জ্বল ‘তারার’। আসলে সেগুলো ‘গ্রহ’। তাও আবার একটা নয়, দুইটা। ৩৯৭ বছর পর ওই দিনে খুব কাছাকাছি আসতে চলেছে বৃহস্পতি এবং শনি। ১৬২৩ সালের পর কখনওই এত কাছাকাছি আসেনি এই গ্রহ দুটি। এই ঘটনাকে ‘মহাসংযোগ’ নামে অভিহিত করেছেন বিজ্ঞানীরা।
জানা গেছে, মহাকাশের দুটি বস্তু যখন কাছাকাছি আসে তখন তাকে ‘কনজাঙ্কশন’ (সংযোগ) বলা হয়। বৃহস্পতি এবং শনির ক্ষেত্রে কোনও কোনও সময় তা ‘গ্রেট কনজাঙ্কশন’ (মহাসংযোগ) বলা যায়। ২১ ডিসেম্বরের ঘটনাও ঠিক তাই। বিশালাকার দুই গ্রহকে পৃথিবী থেকে একটা উজ্জ্বল আলোকবিন্দুর মতো দেখাবে।
২১ তারিখ বৃহস্পতি এবং শনির মধ্যে দূরত্ব হয়ে দাঁড়াবে ৭৩.৫ কোটি কিলোমিটার।