পাঠকের কথা
আমার মনোগ্রাম—গুলজার হোসেন গরিব
ঝিনাইদহের চোখ-
আমার জীবনবৃন্তে জীবনরসের উপর
বিদেশি অত্যাচারীদের অত্যাচারের দাগা
মনোগ্রাম হয়ে লেগে আছে কয়েক হাজার বছর ধরে।
শুধু ব্রিটিশ নয় আরো অনেকের মনোগ্রাম
আমার সভ্যতার কপালাবয়ব জুড়ে বিদ্যমান
তবুও বেঁচে আছি, বাঁচিয়ে রেখেছি সভ্যতার প্রাণ।
আটাশির বন্যা কালীন সময়ে মা বলতেন
“হাড় বেঁচে থাকলে একদিন গোশত হবে”
সত্যি হয়েছে, জীবনবৃন্ত, জীবনরস এখন স্বাধীন
স্বাধীন আমার নিজস্ব সীলমোহর-মনোগ্রাম।
রক্তালোয় খচিত বায়ান্ন-একাত্তর আমার প্রাপ্ত দলিল।
মায়ের লাল সবুজ আঁচল আমার স্থায়ী ছায়া।
ভাষার প্রতীক আমার ছড়ানো বিশ্বময়।
জয় বাংলা আমার ভাষার ব্যঞ্জনা।
বাংলার সংস্কৃতি আমার জাতির প্রাণ।
বাংলাদেশর পতাকা আমার মনোগ্রাম।