পাঠকের কথা
ফিরে আসি বারে বারে—সালমা ইসলাম
ঝিনাইদহের চোখ-
ফিরে আসি বারে রারে সবুজ শ্যামল মায়া ভরা গাঁয়ে
মায়ের আঁচল তলে,
শৈশরের হাজারও স্মৃতি ভরা বাটে
পাখিদের কলরবে ঘুম ভাঙা সকালে।
ফিরে আসি বারে বারে জন্মের সুতিকাগারে
বাবা মায়ের ভালোবাসার অধিকারে,
ঘাস ফুল তৃণলতার স্পর্শ পাবার তরে
শিশিরে পা ভিজা সিক্ত পরশে, কুয়াশার চাদরে
আবৃত প্রকৃতি অবলোকনে।
ফিরে আসি বারে বারে শিকড়ের টানে আমার আমিতের খোঁজে,
মায়ের সেই আদর মাখা ডাকে
বাবার ভালোবাসার টানে।
ফিরে আসি বারে বারে ধুলিমাখা পথে
যেখানে আমার সব অহংকার মিশে,
পথের দুধারে কলমিলতা আর ভাটিফুলে আজও
সেই নির্মল বিশুদ্ধতা আছে।
ফিরে আসি বারে বারে পৌষ, মাঘের শীতল পরশ নিতে
উষ্ণ লেপের উষ্ণতার তরে
খেজুর রসের পায়েস, নলেন গুড়ের হরেক রকম পিঠাপুলি, কুমড়া বড়ির হরেক পদের টানে ।