ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সালেহা বেগম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে এলাকার গরীব ও অসহায় শীতার্থ মানুষের মাঝে ৪০০ কম্বল বিতারণ করা হয়েছে।
গতকাল শনিবার বিকালে পৌর এলাকার বৈচিতলা গ্রামে সালেহা বেগম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ চত্বরে কলেজের সভাপতি আলহাজ্ব শরিফুল ইসলামের তত্বাবধানে এ কম্বল বিতারণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, সালেহা বেগম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ামুল হক সবুস কলেজ ম্যানেজিং কমিটির সদস্য সাবেক অধ্যপক শামসুল ইসলাম, আব্দুল মালেক, বিশারত বিশা, আব্দুল লতিফ মালিতা , মিজান খান, আব্দুল লতিফ মন্ডল ও আব্দুল লতিফ বিশ্বাসসহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।
পরে উপজেলার ৩টি এতিম খানার শিশুদের মাঝে ১০০টি কম্বল বিতরণ করা হয়।
উল্লেখ্যঃ ২০১৮ সালে গোপালগজ্ঞ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি অধ্যাপক ড. এম খায়রুল আলম খাঁন তার মায়ের নামে কলেজটি প্রতিষ্ঠা করেন।