পাঠকের কথা
জীবনের হিসেব——- শিরিনা বীথি
ঝিনাইদহের চোখ-
শীতার্ত রাত্রি কুয়াশাজড়ানো সকাল
মেঘের চাদরে মোড়া আকাশ
সবখানেই যেন তোমার বসবাস
একরত্তি পৃথিবীতে বেঁচে থাকার সুখ
ছুটে চলার প্রেরণা
সবক্ষেত্রেই তুমিময়।
কল্পনার গহীনে এমন ভাবনা কখনো উঁকি দেইনি
বিরান ভূমিতে বড্ড একাকী আজ।
দূর্বোধ্য লাগে কাছের মানুষগুলির আচরণ
যতই চিনতে চেষ্টা করি ততই হোঁচট খাই
অসহায়ত্বের তীব্র জ্বালা বুকে ধারণ করতে করতে
বড্ড ক্লান্ত, পরিশ্রান্ত আমি।
তারপরও
সমান আবেগ অনুভূতির বহিঃপ্রকাশ দিয়ে পথ চলি, চলতে হয়
কি দারুণ অভিনয় করে হাঁটতে হয়
পৃথিবী নামক এই রঙ্গমঞ্চে।
এই চলার কোন অবধান নেই
নেই কোন বিকল্প পথ
সবই যেন কঠিন বেড়াজালে আটকে পড়া।
জীবনের হিসেব মেলাতে গিয়ে চোখ ঝাপসা হয়ে ওঠে
গড়িয়ে পড়ে মূল্যহীন অশ্রুজল
নীরবতা তখন একমাত্র অবলম্বন
এইতো আমার জীবনের বহতা রুপ।