কালীগঞ্জমাঠে-ময়দানে

মহেশপুরের দুর্দান্ত বোলিংয়ে দাঁড়াতেই পারলো না মাগুরা

সাবজাল হোসেন, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের কালীগঞ্জ ক্লেমন টি-২০ কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১” মহেশপুরের সাড়াশি বোলিং আক্রমনে দাঁড়াতেই পারলো না মাগুরা ক্রিকেট একাদশ। রোববার দুপুরে ভূষন হাইস্কুল মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় খেলায় ১০৪ রানের বিশাল ব্যবধানে মহেশপুর ক্রিকেট একাদশ মাগুরা ক্রিকেট একাদশকে হারিয়ে বড় ব্যবধানে জয়লাভ করে।

কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে রোববার অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ২য় ম্যাচে টচে জয়লাভ করে ব্যাট করতে নামে মহেশপুর ক্রিকেট একাদশ। তারা ২০ ওভারে ৮ ইউকেট হারিয়ে ১৫৬ রান করে। জবাবে ব্যাট হাতে নেমে মাগুরা ক্রিকেট একাদশ শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তারা মহেশপুর একাদশের বোলার রায়হান ও মিলনের পেস বোলিং ম্যাজিকে অসহায় হয়ে যায়। সীমিত ওভারের এ খেলায় তারা একের পর এক উইকেট হারিয়ে সাজঘরে ফিরতে পাল্লা দিতে থাকে। এক পর্যায়ে ১৫৭ রানের টার্গেট সামনে রেখে ১২ ওভার ৪ বলে সবকটি ইউকেট হারিয়ে মাত্র ৫২ রানে অল আউট হয়ে যায়। যার অর্থ ১০৪ রানের বড় ব্যবধানে জয়ী হয়ে মাঠ ছাড়ে সীমান্তের মহেশপুর ক্রিকেট একাদশ। বিজয়ী দলের মিলন প্রথম সারির ৩ টি উইকেট, ৪ টি দর্শনীয় ক্যাচ লুফে সাথে সাথে ১৫ রান সংগ্রহ করায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন।

খেলা শেষে তার হাতে অনলাইন পোর্টাল ”খবর কালীগঞ্জ ডট কম” এর ক্রেষ্ট তুলে দেন কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সহ-সভাপতি অজিৎ ভট্টাচার্ষ্য, সাধারন সম্পাদক লুৎফর রহমান লাড্ডু ও কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাবজাল হোসেনসহ ক্রীড়া ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ টুর্নামেন্টের ১৬ টি খেলায় ম্যান অব দি ম্যাচ পুরস্কারের স্পন্সর হয়েছেন অনলাইন পোর্টাল ”খবর কালীগঞ্জ ডট কম” এবং মিডিয়া পার্টনার হয়েছে কালীগঞ্জ প্রেসক্লাব।
খেলার আম্পায়ারের দায়িত্বে ছিলেন মশিউর রহমান নয়ন ও মুহম্মদ হুসাইন এবং অফিসিয়াল স্কোরার ছিলেন বাবু কার্তিক ভট্টাচার্য্য। ধারাভাষ্যে ছিলেন, খোরশেদ আলম। আগামী শুক্রবার টুর্নামেন্টের ৩য় ম্যাচে অংশ নিবে কুষ্টিয়া ক্রিকেট একাদশ বনাম নড়াইল ক্রিকেট একাদশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button