ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার ভিটাখোলা গ্রামের একটি মাঠ থেকে বাগডাসা ধরা পড়েছে। রোববার সকালে গ্রামের কয়েকজন মাঠে একটি গাছের নিচে ক্ষেতের কাজ করছিলেন। এসময় বাগডাসাটি হঠাৎ তাদের দেখে গাছে উঠে পড়ে।
গ্রামবাসী খবর পেয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে বাগডাসাটি ধরতে সক্ষম হন। পরে সেটাকে ভিটাখোলা গ্রামের জাহাঙ্গীর হোসেনের বাড়িতে রাখা হয়।
ঝিনাইদহ বনবিভাগের রেঞ্জ অফিসার গিয়াস উদ্দিন বলেন, বাগডাসাটি খুলনা প্রাণিবিভাগের লোকেরা নিয়ে গেছে। সেটাকে কোনো বনে অবমুক্ত করা হতে পারে।