ঝিনাইদহ সদরধর্ম ও জীবন
ঝিনাইদহে বন্যপ্রাণী বাঁচাতে ইমামদের প্রশিক্ষণ
ঝিনাইদহের চোখ-
‘আমরাই পারি বন্য প্রানী বাঁচাতে’ এ শ্লোগানকে সামনে রেখে বন্যপ্রাণী বাঁচাতে ঝিনাইদহে মসজিদের ইমামদের প্রশিক্ষণ প্রদাণ করা হয়েছে। সোমবার সকালে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।
এসময় প্রশিক্ষণ প্রদাণ করেন বন অধিদপ্তরের পরিচালক এস এম এম জহির উদ্দিন আকন।
এসময় উপস্থিত ছিলেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহমেদ, ফিল্ড সুপারভাইজার লুৎফর রহমান, বৃক্ষপ্রেমিক জহির রায়হান। প্রশিক্ষণে জেলার বিভিন্ন এলাকার ৩০ জন মসজিদের ইমামকে পরিয়াযাী পাখি ও বন্যপ্রাণী বিষয়ক সচেতনতামুলক প্রশিক্ষন প্রদাণ করা হয়।