জানা-অজানাঝিনাইদহ সদরদেখা-অদেখা
ঝিনাইদহ ক্যাসেল ব্রীজ থেকে আমতলা শহীদ কর্নেল রহমান সড়ক
ঝিনাইদহের চোখ-
শহরের ক্যাসেল ব্রীজ থেকে ক্যাডেট কলেজ হয়ে আমতলা মোড় পর্যন্ত সড়কের নামকরণ করা হয় শহীদ কর্নেল সড়ক ঝিনাইদহে শহীদ কর্নেল রহমান সড়ক উদ্বোধন করলেন পৌরসভা মেয়র সাইদুল করিম মিন্টু।
শহরের আরাপপুরে তিনি এ সড়কটি উদ্বোধন করেন। সেসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল এস.এম মুনীর ও ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির।
উল্লেখ্য, কর্নেল রহমান ১৯৬৭ সালে ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন। ১৯৭১ সালের ১৮ এপ্রিল ক্যাডেট কলেজে পাক হানাদার বাহিনীর হাতে তিনি শহীদ হন। তাঁর স্মৃতি রক্ষার্থে ঝিনাইদহ পৌরসভার উদ্যোগে শহরের ক্যাসেল ব্রীজ থেকে ক্যাডেট কলেজ হয়ে আমতলা মোড় পর্যন্ত এই সড়কটি শহীদ কর্নেল রহমান সড়ক হিসাবে নামকরণ করা হয়।