গান্না ইউনিয়ন সেবা সংগঠনের আয়োজনে দুই দিন ব্যাপী বই মেলার উদ্ভোধন
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ সদর উপজেলার গান্না বাজারে অবস্থিত আলহাজ্ব মসিউর রহমান ডিগ্রি কলেজে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে অমর ২১শে গ্রন্থমেলা-২০২১ শুরু হয়েছে।
উপজেলার ৬নং গান্না ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন “গান্না ইউনিয়ন সেবা সংগঠনের” আয়োজনে দুই দিন ব্যাপী এই বই মেলার শুভ উদ্ভোধন করেন অত্র কলেজের অধ্যক্ষ জনাব মোস্তফা সাঈদ ও বেতাই বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সিরাজুল ইসলাম।
গান্না ইউনিয়ন সেবা সংগঠনের সভাপতি হাবিবুর রহমান সাদ্দাম জানান, আমরা চাই আমাদের আগামী প্রজন্ম বইকে ভালোবাসুক, মাদক মুক্ত সমাজ গঠনে তারা ভুমিকা রাখুক, বইকে তারা বন্ধু বানাক এই জন্যই আমরা এই বই মেলার আয়োজন করেছি।
সংগঠনের সাধারন সম্পাদক হাসানুজ্জামান সূজন বলেন, বইকে বন্ধু বানাতেই আমরা এই উদ্যোগ নিয়েছি, তরুন প্রজন্ম বইয়ের সাথে বন্ধুত্ব করুক এই আশা করছি অমর ২১শে গ্রন্থ মেলা থেকে।
সরোজমিনে মেলা ঘুরে দেখা গেছে, প্রথম বারেই মেলায় ব্যাপোক লোক সমাগম হয়েছে, পছন্দের বই বেছে নিয়ে আনন্দ প্রকাশ করেছেন বই প্রেমীরা।