ডিজিটাল নিরাপত্তা আইন ৩২ ধারা বাতিলের দাবীতে ঝিনাইদহে মানব বন্ধন
সাহিদুল এনাম পল্লব, ঝিনাইদহের চোখ-
রোজ মঙ্গল বার ৯ ই মার্চ বিকাল সাড়ে ৫ টায় ডিজিটাল নিরপত্তা আইন ৩২ ধারা বাতিল ও মুক্তমনা লেখক মুস্তাক আহামেদের হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে ঝিনাইদহ জেলা বাম গণতান্ত্রিক জোট ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে কেন্দ্রীয় কর্ম সূচীর অংশ হিসাবে মানব বন্ধন করে। মানব বন্ধনে বক্তব্য রাখে বাম গণতান্ত্রিক জোটের অন্যতম শরিক সংগঠন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কস বাদী) এর কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য ঝিনাইদহ জেলার সাধারন সম্পাদক কমঃ সাহিদুল এনাম পল্লব, জেলা বাসদের সমন্ময়ক বাম গণতান্ত্রিক জোটের নেতা অ্যাডঃ আসাদুল ইসলাম বাসদ ঝিনাইদহ জেলা সংগঠক কমঃ আসাদুর রহমান, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জেলা সংগঠক রুবিনা খাতুন। এই সময়ে উপস্থিত ছিল নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় সমন্ময়ক কমঃ স্ব প্না সুলতানা সহ অন্যন্য।
মানব বন্ধনে বক্তা গন বলেন যে স্বাধীন ভাবে কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার নিশ্চিতের জন্য অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে এবং মুক্তমনা লেখক মুস্তাক আহামেদের হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন। ডিজিটাল নিরাপত্তা আইন ৩২ ধারা বাতিলের দাবীতে ঝিনাইদহে বাম গণতান্ত্রিক জোটের মানব বন্ধন