ঝিনাইদহে ফকির দুদ্দু শাহের তিরোধান দিবস উপলক্ষে সাধুসঙ্গ ও ভাবসঙ্গীতানুষ্ঠান
ঝিনাইদহের চোখ-
মরমি কবির ফকির দুদ্দু শাহ’র ১০৭ তম তিরোধান উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সাধুসঙ্গ ও ভাবসঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় হরিণাকুন্ডু উপজেলার বেলতলা গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করে ফকির দুদ্দু শাহ স্মৃতিরক্ষা পরিষদ।
ফকির দুদ্দু শাহ স্মৃতিরক্ষা পরিষদ’র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু কনক কান্তি দাস।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাইদ, অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) এসপি মোহাইমিনুল ইসলাম, (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম, ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্যেও প্রতিনিধি রওশন আলী, হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা আব্দুর রহিম মোল্লা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ঝিনাইদহ কেসি কলেজের প্রফেসর জনাব শাহাজউদ্দিন। স্বরন উৎসবের শুরুতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
পরে আয়োজন করা হয় ভাবসঙ্গীতানুষ্ঠানের। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ভাব সংগীত পরিবেশন করেন জেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা বাউল শিল্পীরা। সাধুসঙ্গ উপলক্ষে মিলন ঘটে দেশের বিভিন্ন স্থান থেকে আসা বাউল, অনুসারী, ভাবশিষ্য ও সাধুদের।