জানা-অজানাহরিনাকুন্ডু
হরিণাকুণ্ডুতে তরমুজ বিক্রেতাদের প্রতি নির্দেশনা
এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
হরিণাকুণ্ডুতে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা তরমুজ ক্রেতাদের ভোক্তাধীকার নিশ্চিত করতে বিক্রেতাদের প্রতি নির্দেশনা দিয়েছেন।
ওজনে নয় থাপকো বিক্রয় করতে হবে, অন্যথায় জরিমানার আওতায় আসবে নির্দেশনা অমান্যকারী বিক্রেতারা।
জানাযায়, হরিণাকুণ্ডুতে একশ্রেণীর অসাধু তরমুজ বিক্রেতা বিভিন্ন আড়ৎ থেকে থাপকো শো হিসাবে তরমুজ ক্রয় করে হাট বাজারে ক্রেতাদের কাছে কেজি প্রতি ৪৫ থেকে ৫০ টাকা দরে তরমুজ বিক্রয় করছিলো এ ঘটনায় হরিণাকুণ্ডুর ক্রেতারা ভোক্তাধীকার থেকে বঞ্চিত হচ্ছিল।
বুধবার দুপুরে ইউএনও সৈয়দা নাফিস সুলতানা বিভিন্ন হাট ও বাজারে যান এবং ভোক্তাদের অধিকার নিশ্চিতে তরমুজ বিক্রেতাদের ওজনে নয় থাপকো বিক্রয়ের নির্দেশনা দেন।