ভারত ফেরত ১৪৭ জন ঝিনাইদহ কোয়ারেন্টিন সেন্টারে

ঝিনাইদহের চোখ-
ভারত থেকে আসা ১৪৭ জন নারী, পুরুষ, শিশুকে ঝিনাইদহে পৃথক দুটি কোয়ারেন্টিন সেন্টারে রাখা হয়েছে। এ ছাড়া সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে দুজনকে। তবে তারা করোনা রোগী নন। জেলা স্বাস্থ্য বিভাগ ও পুলিশের বিশেষ শাখা সূত্রে এ খবর নিশ্চিত করা হয়েছে।
সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে যারা আসছেন তাদের মধ্যে করোনার লক্ষণ আছে এমন ব্যক্তিদের যশোর মেডিকেল কলেজে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টিন সেন্টারে রাখা হচ্ছে। তিনি জানান, স্থান সঙ্কুলান না হওয়ায় যশোর থেকে বেশ কিছু ভারত ফেরত নারী, পুরুষ, শিশুদের ঝিনাইদহের দুটি কোয়ারেন্টিন সেন্টারে রাখা হয়েছে। এদের মধ্যে দুজন রোগীকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। কারণ তারা চিকিৎসার জন্য ভারত গিয়েছিলেন। কতজনকে কোয়ারেন্টিন সেন্টারে রাখা হয়েছে তার সঠিক হিসাব জানা নেই বলে জানান স্বাস্থ্য বিভাগের এ কর্মকর্তা।
এদিকে জেলা পুলিশের বিশেষ শাখার দেওয়া তথ্যমতে, চলতি মাসের ৩ তারিখে ২৫ জন এবং ৪ তারিখে দেশে আসা ১১৮ জন নারী, পুরুষ, শিশুকে কোয়ারেন্টিন সেন্টারে পুলিশ পাহারায় রাখা হয়েছে।
কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিরা জানান, চিকিৎসার জন্য ভারত গিয়েছিলেন তারা। চলমান পরিস্থিতির মধ্যে হাইকমিশনের অনুমতি নিয়ে বেনাপোল দিয়ে দেশে ফেরত আসেন। সরাসরি কোয়ারেন্টিন সেন্টারে আনা হয়েছে তাদের।
এ রিপোর্ট পাঠানোর সময় ঝিনাইদহ জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেকটর (এনডিসি) এরফানুল হক চৌধুরী জানান, ভারত ফেরত বাংলাদেশি নাগরিকদের খাবারসহ সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। উচ্চবিত্ত ৩৬ জনকে স্থানীয় এইড কমপ্লেক্সে এবং ১১১ জনকে পিটিআইয়ের আবাসিক হলে থাকতে দেওয়া হয়েছে। তারা কেউ করোনা রোগী নন। এরপর দুটি মেডিকেল টিম সর্বক্ষণ মনিটরিং করছে তাদের।