মধুমাসে ঝিনাইদহ বাজারে আসতে শুরু করেছে রসালো লিচু
মনজুর আলম, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঋতু অনুযায়ী এখন চলছে মধুমাস। মধুমাসের এই মধু সময়ে ঝিনাইদহের বাজারগুলোতে দেশীয় ফল আস্তে শুরু করেছে। বাজার গুলোতে ঘুরে দেখা যায়, এখানে বাজার লিচু ফলের আমদানির রয়েছে।
ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, মানুষগুলোর চোখ এখন লিচুর দিকে। বাজারে আম কাঁঠাল সহ অন্যান্য অনেক দেশি ফল থাকলেও লিচু টা অনেক কম সময় বাজারে থাকে। তাই সবার কাছে এখন লিচুটাই খুব প্রিয়।
বর্তমান সময়ে লিচুর দামের বিষয়ে জানতে চাইলে সদর উপজেলার ডাকবাংলা বাজারের ব্যবসায়ি আবুল হোসেন রোববার জানান, মোটামুটি মাঝারি সাইজের লিচু প্রতিশ’ ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। লিচুর দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে।
চলমান মহামারী করোনা ভাইরাসের কারনে অন্যান্য বছরের তুলনায় এবছর বেচাবিক্রি খুবই কম বলে জানান জেলার অন্যান্য বাজারের ফল ব্যবসায়িদেও সাথে কথা বলে জানা গেছে।