ঝিনাইদহ হাটগোপালপুরে পূবালী ব্যাংকের উপ-শাখার উদ্বোধন
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে পূবালী ব্যাংকের ৩০ তম উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হাটগোপালপুর বাজারের ফরিদা মল্লিক মার্কেটের ২য় তলায় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাটগোপালপুর উপ-শাখার ইনচার্জ মাজেদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির খুলনা অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক এ এইচ এম কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ শাখার সহকারী মহাব্যবস্থাপক কাজী সিহাবুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, পদ্মাকর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নিজামুল গণি লিটু, সাবেক চেয়ারম্যান বিকাশ কুমার বিশ্বাস, ব্যবসায়ী তপন কুন্ডু, এ্যাড. আব্দুর রশীদসহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ফিতা কেটে শাখার উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
এসময় বক্তারা বলেন, ১৯৫৯ সালে প্রথম বাঙালী উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে পূবালী ব্যাংক। তারপর থেকে ৬ টি দশক পেরিয়ে ব্যাংটির বয়স ৬২ বছর। ‘ঐতিহ্যের পথ বেয়ে অর্থনৈতিক অগ্রগতি’ এই শ্লোগান নিয়ে ব্যাংকটি সেবা দিয়ে যাচ্ছে। হাটগোপালপুরে এই উপ-শাখা উদ্বোধনের মাধ্যমে এ অঞ্চলের ব্যবসায়ীদের আর্থিক সেবা দিয়ে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবে।