ঝিনাইদহে করোনায় বাড়ছে মৃত্যু, আক্রান্ত রেকর্ড ৯৫
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ জন মারা গেছে। নতুন করে রেকর্ড শনাক্ত হয়েছে আরও ৯৫ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৪৯১ জনে।
সকালে ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাবে ২০৫ জনের করোনা পরীক্ষা করে ৯৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তে মোট আক্রান্তের হার ৪৬ দশমিক ৩৪ শতাংশ।
সেলিনা বেগম জানান, গত ১৩, ১৪ ও ১৭ জুন সংগ্রহকৃত নমুনার ফলাফলে এ তথ্য এসেছে।
আক্রান্তদের মধ্যে ঝিনাইদহ সদরে ৪৩ জন, শৈলকুপায় ১৯ জন, কালীগঞ্জে ১৬ জন, হরিণাকুন্ডুতে ৭ জন, কোটচাঁদপুরে ১ জন ও সীমান্তবর্তী জেলা মহেশপুরে ৯ জন রয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে।
এদিকে করোনার সংক্রমণ প্রতিরোধে সদর পৌরসভাসহ ৬টি পৌরসভা এলাকায় চলাচলে বিধিনিষেধ জারি করেছে স্থানীয় প্রশাসন। আজ সোমবার সকাল থেকে পৌরসভা এলাকার গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। স্বাস্থ্যবিধি মানতে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত।