ঝিনাইদহে করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ
ঝিনাইদহের চোখ-
মহামারী করোনা ভাইরাস চোখ রাঙাচ্ছে সীমান্তবর্তী জেলায় ঝিনাইদহে। প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। করোনা প্রতিরোধে বিধি-নিষেধ, জারি লকডাউন জারি করেছে জেলা প্রশাসন।
স্বাস্থ্যবিধি মানতে ও সচেতন থাকতে নিয়মিত প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। জেলা প্রশাসনের সাথে একাত্বতা ঘোষনা করেন শহরের বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ ঝিনাইদহ জেলা শাখা।
বুধবার সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল, আরাপপুর বাসস্ট্যান্ড, পোস্ট অফিস মোড়, পায়রা চত্বরসহ বিভিন্ন স্থানে ৩ শতাধিক মাস্ক বিতরণ করা হয়।
জরুরী প্রয়োজনে শহরে আসা নানা শ্রেণী পেশার মানুষের হাতে মাস্ক তুলে দেন সৈনিক লীগের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন সৈনিক লীগ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি সৈয়দ আল ইমরান, সাধারণ সম্পাদক আ: মান্নান রানা, সদর থানা শাখার আহŸায়ক রুবেল হোসেনসহ অন্যান্যরা। এসময় স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে চলাচল করার জন্য সকলকে সচেতন করা হয়।