জানা-অজানাঝিনাইদহ সদরটপ লিড
ঝিনাইদহে করোনা ও উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু

ঝিনাইদহের চোখ
ঝিনাইদহে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে আক্রান্ত হয়েছে ১৪ জন।
স্বাস্থ্য বিভাগ জানায়, সকালে ঝিনাইদহ ল্যাবে পরীক্ষা করা ৩৬ টি নমুনার ফলাফলের মধ্যে ১৪ জনের করোনা পজেটিভ এসেছে। সনাক্তের হার ৩৮ দশমিক ৮৮ ভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩ হাজার ৯’শ ৪ জনে।
এদিকে সদর হাসপাতালের করোনা ইউনিটে ৭০ টি বেডের স্থানে ভর্তি আছে ৭৯ জন। বেড না পেয়ে বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছে অনেকে।