মাঠ পর্যায়ে বিভাগীয় প্রথম ঝিনাইদহের মধুহাটি ইউপি উপসঃ কৃষি কর্মকর্তা
মনজুর আলম, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের উপসহকারি কৃষি কর্মকর্তা মো. মেসবাহ আহমেদ মাঠ পর্যায়ে বিভাগীয় কাজের পর্যালোচনায় প্রথম স্থান অধিকার করেছেন।
উপসহকারি কৃষি কর্মকর্তাদের কাজের অর্জনের স্বীকৃতিতে ২০২০-২০২১ অর্থ বছরে প্রথম স্থান অর্জন করেছেন । গত মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে ঝিনাইদহ কৃষি বিভাগের হলরুমে স্বীকৃতিস্বরূপ তাকে সনদ এবং পুরষ্কার প্রদান করা হয়েছে।
ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আজগর আলী উপস্থিত থেকে পুরুষ্কার তুলে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ডিটিও বিজয় কৃষ্ণ হালদার, এডিডি (শস্য) মোঃ মোশাররফ হোসেন, এডিডি (উদ্যান) মোঃ আলী জিন্নাহ, ঝিনাইদহ সদও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল করিম,
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুহাম্মদ জুনাইদ হাবীব ও মোঃ ইমদাদুল হাসানসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় অনুষ্ঠানে বক্তাগণ বলেন, মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের এমন মূল্যায়নে তাদের কাজের আগ্রহ আরও বাড়বে এবং কৃষকগণও নতুন প্রযুক্তি ও চাষাবাদে আগ্রহী হয়ে কৃষি বিভাগকে আরও সমৃদ্ধশালি করবেন বলে তারা আশা করেন।#