ঝিনাইদহ হরিণাকুণ্ডুতে গণটিকা কর্মসূচীর উদ্বোধন
এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ৭ আগষ্ট শনিবার সকাল ৯টা থেকে উপজেলা স্বাস্থ্য বিভাগ পৌরসভা বাদরেখে বৃদ্ধ ও বৃদ্ধাদের অগ্রাধীকার ভিত্তিতে ৮ ইউনিয়ন পরিষদের ২৪ ওয়ার্ডের ৪৮শত নারী পূরুষদের (লক্ষমাত্রা) টিকাদন কর্মসুচি শুরু করে।
টিকাদন কর্মসূচি মনিটরিং করেন ঝিনাইদহ অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালমা সেলিম, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা ।
এসময় ফলসী, জোড়াদাহ, তাহেরহুদা, কাপাশহাটিয়া, চাঁদপূর, দৌলতপূর সহ বিভিন্ন ইউনিয়নের টিকাদান কেন্দ্র পরিদর্শনকালে করোনার সংক্রমণ ঠেকাতে মাস্ক বিহিন নারী পূরুষের সামাজিক দুরুত্ব নিশ্চিত করাসহ মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা।
তিনি কেন্দ্রে উপস্থিত ইউপি চেয়ারম্যান, পুলিশ কর্মকর্তা, স্বাস্থ্য কর্মীদের টিকাকেন্দ্রে সংক্রমণ রোধে বিধিনিষেধ মেনে টিকাদান করার আহব্বান জানান।
একই সময়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ , থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন।
ডাঃ জামিনুর রশিদ বলেন ৮ আগষ্ট রবিবার পৌরবাসিদের মাঝে ইউনিয়ন পরিষদের ন্যয় ৬শত টিকা দান করা হবে।