ঝিনাইদহে ফ্রী করোনা রেজিষ্ট্রেশন বুথ চালু করলো সানাউল্লাহ ট্রেডার্স
রাজু আহমেদ, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে কোভিড-১৯ ভ্যাকসিন রেজিষ্ট্রেশন বুথের কাজ করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ডিস্ট্রিবিউটর মেসার্স সানাউল্লাহ ট্রেডার্স।
বুধবার সকালে শহরের নতুন হাট খোলায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ডিস্ট্রিবিউটর মেসার্স সানাউল্লাহ ট্রেডার্সের প্রধান কার্যলয়ে এ রেজিষ্ট্রেশনের সেবা প্রদান কার্যত্রম শুরু হয়।
সাধারন মানুষ সামাজিক দুরত্ব বজায় রেখে বিনা মূল্যে রেজিষ্ট্রেশন করেন।
রেজিষ্ট্রেশন করতে আশা আগতরা জানান, রেজিষ্ট্রেশনের দোকান গুলো বা বুথগুলো দুরে এবং বেশি ভীড় হওয়ায় অনেক বয়োস্ক পুরুষ ও মহিলারা দুরে যেতে পারে না। ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বুথটি নিকটে হওয়ায় তাদের এ সমস্যা দুর হয়। এখানে ল্যাপটপ প্রিন্টার এবং ষ্কানারের মাধ্যমে সকল কাজ সম্পুর্ন করা হচ্ছে।
এ ব্যাপারে ঝিনাইদহের মেসার্স সানাউল্লাহ ট্রেডার্সের প্রোপাইটর মো: মিজানুর রহমান জানান, সরকার দেশের জনগণের জন্যে ফ্রি করোনা টিকা নেওয়া সহজতর করার জন্যে আমরা এ ব্যবস্থা গ্রহন করেছি। এই কার্যক্রম অব্যাহত থাকবে।