ঝিনাইদহে ব্র্যাক’র জেন্ডার সচেতনতা বৃদ্ধি ও বাস্তবায়নে অবহিতকরণ সভা
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে ব্র্যাকের উদ্যোগে জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহরের ব্যাপারীপাড়ায় ব্রাকের আঞ্চলিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ব্রাকের জেলা সমন্বয়ক রোকেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল লতিফ শেখ, ব্রাকের প্রোগ্রাম ব্যবস্থাপক মাহবুবুল আলম, আরএম শাহানা আক্তার, মামুনুর রশিদ, সরোয়ার হোসেন। অবহিতকরণ সভায় জেলা পর্যায়ের এই কর্মসূচীর কর্মকর্তারা অংশ নেয়।
এসময় জানানো হয়, জেন্ডার সাম্যতা নিশ্চিত করা এবং কমিউনিটির মধ্যে ব্র্যাকের চলমান কর্মসূচিতে জেন্ডার সচেতনতা বৃদ্ধি ও বাস্তবায়নের মাধ্যমে জেন্ডার সাম্যতা নিশ্চিত করাসহ নারী নির্যাতন বন্ধ করাই এই অবহিতকরণ সভার মূল উদ্দেশ্য।