পাঠকের কথা
শিশিরের জন্মমৃত্যু—-গুলজার হোসেন গরিব
ঝিনাইদহের চোখ-
অনেকদিন বিকেল দেখিনা
বিকেলের আকাশে তাকিয়ে থাকিনা নিজেকে খুঁজতে।
বিকেল, জীবনের কী যেনো দেখাতো
যখন আমি পণ্য হয়ে উঠিনি রাষ্ট্রের চোখে।
মনে হয় হুমোদার বিকেলে হাঁটি না কয়েক কোটি বছর
দেখিনা গোধূলি বেলায় পাখিদের বাড়ি ফেরা
শাপলা পাতার ফাঁকে রক্তসূর্যের লুকোচুরি।
দেখিনা সবুজ ঘাসের ডগায় মুক্তো শিশির ফোঁটা
বিকেল বোধয় জীবনকেই দেখাতো
দেখাতো শিশিরজলের জন্মমৃত্যু।