সহস্র বছরের আত্ম গ্লানি—সালমা ইসলাম
ঝিনাইদহের চোখ-
এই শহর আমায় কেড়ে নিল যাপিত জীবনের কত পদ্য ছন্দে ভরা কবিতার আদ্যাক্ষর,
এখন আমি লিখে চলি শুধু গদ্য, নিরামিষ প্রবন্ধ।
সহস্র বছরের আত্ম গ্লানি যেন তিলে তিলে আমায় গ্রাস করেই চলেছে ,
আমি কখনও বাকরুদ্ধ, কখনও নিস্তব্ধ আবার কখনও
ফিরে পাওয়া সেই স্বপ্নের খোঁজে ফেরারী হয়ে ঘুরি।
আমি কত নিশি পাড়ি দিই নির্ঘুম রাত্রি
নিস্তব্ধ রাত্রির বুকে শুধু লিখি নিঃসঙ্গতার গল্প,
কেউ থাকে না চারপাশে শুধু আঁধার আর আঁধার।
কখনও কখনও আমার বুকের মাঝে জমে থাকা পাথর চাপা কষ্টের দীর্ঘশ্বাস প্রতিধ্বনিত হয় ঘর জুড়ে।
ভীষণ নিরবতার মাঝে কিছু স্মৃতি বিস্মৃতি হয়
কিছু স্মৃতি ডুকরে ডুকরে কাঁদায়,
দুচোখের কোণায় নোনা জলের ধারা যেন ভীষণ প্লাবণে ভাসায়
আমি ভাসতে ভাসতে না পাই কূল খুঁজে ।
আমি সাহায্যের আকুতি জানায় কেউ আসেনা
আমায় তুলে নিতে মাঝ দরিয়া হতে,
আমি একা একা ভাসি আর ডুবি অথৈ জলে।