ঝিনাইদহ কালীগঞ্জে বজ্রপাত ঠেকাতে তাল বীজ রোপন
বেলাল হুসাইন বিজয়, কালীগঞ্জ, ঝিনাইদহের চোখ-
বিশ্ব আবহওয়া পরিবর্তন হয়ে যাওয়ার কারনে প্রতিনিয়ত ঘটছে বজ্রপাতের ঘটনা। বজ্রপাতের কারনে প্রানহানীর ঘটছে অনেক বেশী। সেই বজ্রপাতের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে পাঁচশ তাল গাছের বীজসহ বিভিন্ন প্রজাতির চারা রোপন করেছেন ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলের সাবেক সিডিএ ও যুদ্ধকালীন কমান্ডার গোলাম সরোয়ার রেজা।
শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রঘুনাথপুর রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের চার পাশে এবং গ্রামের সড়কের দুই পাশে তাল গাছের বীজ রোপণের মাধ্যমে এই উদ্যোগের উদ্বোধন করেন কালীগঞ্জ-চৌগাছা যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান বি এম গোলাম সরোয়ার রেজা (দাতা প্রতিষ্ঠাতা রঘুনাথপুর রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়) এক দিনে পাঁচ শতাধিক তালের বীজ ও বিভিন্ন প্রজাতির চারা নিজ হাতে রোপণ করে এই কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এবং আগামীতে আরও তাল গাছের বীজ রোপণ করবেন বলেও জানিয়েছেন তিনি।