ঝিনাইদহে ২’শ ১৫ জন প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ দিল সরকার
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ সার-বীজ বিতরণ করা হয়। এসময় সদর উপজেলার বিভিন্ন গ্রামের ক্ষুদ্র কৃষকদের মাঝে সার-বীজ তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মজিবর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, সদর থানার ওসি শেখ মো: সোহেল রানা, ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমদাদুল হাসান, ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টনসহ অন্যান্যরা।
আয়োজকরা জানান, চলতি অর্থবছরে খরিপ-২ মৌসুমে মাসকলাই আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য সদর উপজেলার ২’শ ১৫ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি বীজ ও ১৫ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়।