ঝিনাইদহ সদর

ঝিনাইদহ মহারাজপুরে আত্মহত্যা প্রবণতা হ্রাসকরণে করণীয় বিষয়ে সভা

ঝিনাইদহের চোখ-

ঝিনাইদহ সদর উপজেলার ৭নং মহারাজপুর ইউনিয়ন পরিষদে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় আত্মহত্যা প্রবণতা হ্রাসকরণে করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইদহের খড়িখালী সেবাসংঘ’র বাস্তবায়নে বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশীদ আলম আলোচনা সভায় সভাপতিত্ব করেন। সভায় আলোচনা রাখেন মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, কালিগঞ্জ সৈয়ব নগর কলেজের প্রাক্তন প্রভাষক ওলিয়ার রহমান, খড়িখালী মায়াময় মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক(ইসলাম ধর্ম) ওসমান গনি, ইউনিয়ন ভূমি কর্মকর্তা মূন্সি জহুরুল ইসলাম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাজমুন নাহার, ইউপি সদস্য সেলিম হোসেন প্রমূখ ।

আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন সেবাসংঘ’র নির্বাহী পরিচালক আনিছুর রহমান।

বক্তাগন,আত্মহত্যা প্রবণতা হ্রাসকরণে করণীয় বিষয়ে বিশদ আলোচনা রাখেন। বক্তাগন আরও বলেন, তোমার জীবন তোমার কাছে, রক্ষা করার জন্য। ইচ্ছা করলেই জীবন নষ্ট করতে পারোনা। বিপদ আসবেই,সমস্যা আসবেই,পারিবারিক,সামাজিক কর্মজীবনে আমরা যারা পরিবারের অভিবাবক বা এই পরিবারের অভিভাবক।যেমন পিতা, স্বামী, শিক্ষক, ইমাম এমনকি আমার স্ত্রীও হতে পারে। আপনি যেমন এই পরিবারের অভিভাবক,যেমন আমি শিক্ষক।আমি ঐ স্কুলের প্রত্যোক ছাত্র-ছাত্রীর অভিভাবক। বিপদ মানুষের জীবনে আসবেই,সমস্যা তোমাদের জীবনে আসবেই,তাই ধৈর্য ধারন করতে হবে। ইসলাম ধর্মে আত্ম হত্যা করা মহা পাপ। এমনকি কোন ধর্মেই আত্ম হত্যা করা থেকে বিরত থাকতে বলেছে।জীবন ইচ্ছা করে দেওয়া যায় না। দেওয়া যায়কি! আমার যে বয়স,তোমার যে বয়স,সেই বয়সে যে সমস্থ ভালোকাজ করেছো। যেমন, নামাজ,রোজা, হজ্জ্ব, যাকাত, সদগা হতে পারে। আত্বহত্যা করলে সমস্থ আমল হষ্ট হয়ে যেতে পারে।

আল­াহ্ রাব্বুলা-মিন,বলেছেন,ঐ পর্যন্ত ধৈর্য ধারন করতে হবে। আমারা ৪ নম্বর ষ্টেশনে আছি। প্রথমে গ্রহ জগতে,মস্তকে,মায়ের গর্ভে পরে দুয়িয়াতে আসলাম। দুনিয়া হলো মধ্যবর্তী স্থান।আপনি মরে গেলে মনে করেন, আপনি গ্রেফতার হয়েছেন।এরপর যে জীবন আসবে, তা এত সহজ নয়। কবর,হাসর,মিজান। জীবনে যা কিছু করছো,আমার সামনে গোপন করার ক্ষমতা তোমার নেই।
তাই বক্তাগন আত্ম হত্যা না করার আহব্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button