ঝিনাইদহ নদী পাড়ে ব্যতিক্রমী কবিতা আসর অনুষ্ঠিত
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের ইকো পার্ক বা দেবদারু পার্কের নদী পাড়ে কবিতা আসর অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায়নতুন দুয়ার খুরতে হবে, ভাঙতে হবে ঘোর, যেমন করে ভেঙেছিল উনিশ একাত্তর এ স্লোগানকে প্রতিপাদ্য ধরে এ কবিতা আসর অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরপিতা ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরকারী কেশব চন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডা. বিএম রেজাউল করিম, সরকারী নুরুন্নাহার মহিলা কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, সরকারী কৌশুলী (জি.পি) এ্যাড. বিকাশ কুমার ঘোষসহ অন্যান্য গন্যমান্য অতিথিরা।
সাইদুল করিম মিন্টু তার বক্তব্যে বলেন, কবিতার ক্ষুরধারা ব্যাপক। এর গভীরতা একমাত্র বোদ্ধারাই বুঝতে পারেন। কবিতা দিয়ে আন্দোলন-সংগ্রামসহ সব কিছু করা সম্ভব। এমন আসর বার বার আয়োজন করা দরকার।
অনুষ্ঠানে গুলজার হোসেন গরীব কবিকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে কেসি কলেজের সাংসস্কৃতিক সংগঠন কসাস।