ঝিনাইদহ সদর
ঝিনাইদহে আগাম জাতের ধান কাটতে ব্যস্ত কৃষক
মনজুর আলম, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ এখন সারা বছরই মাঠে ধান থাকে। কৃষকরা ধান কাটতে আবার কখনো চারা রোপণ করতে ব্যস্ত থাকে বছরজুড়ে।
চলতি মৌসুমে এখন আগাম রোপা আমন ধান কাটতে শুরু করেছে। এ ধান কাটা চলবে ডিসেম্বর মাস পর্যন্ত।
আবার নভেম্বর-ডিসেম্বর মাসে ইরি-বোরো ধান রোপনের কাজ শুরু হবে। মার্চ মাসের শেষ নাগাদ কাটা শুরু হবে। অর্থাৎ এপ্রিল কাটা শুরু হয়ে মে মাসের শেষ পর্যন্ত এ ধান নিয়ে ব্যস্ত থাকেন কৃষকগণ।
এপ্রিলে আবার আউশ লাগাতে ব্যস্ত হয়ে পড়ে কৃষক। এই ধান জুলাই মাসে কাটা শুরু হয় এবং চলবে সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানান, এখন ঝিনাইদহের মাঠে সারা বছরই ধান থাকে
। চলতি মৌসুমে জেলাতে এক লাখ ৪ হাজার রোপা আমন ধান আবাদ করেছে চাষিরা। এরইমধ্যে আগাম জাতের ধান কাটতে শুরু করেছে।#