ঝিনাইদহ সদর
ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি থেকেও ফজলুল হক পড়েন বই
আব্দুল্লাহ, ঝিনাইদহের চোখ-
হারনিয়ার অপারেশন এর জন্য ভর্তি হন ঝিনাইদহ সদর হাসপাতালে মোঃ ফজলুল হক। ৬৫ বছরে পা দিলেও বই পড়ার ইচ্ছে একটু কমেনি।
মোঃ ফজলুল হকের কাছে থেকে জানা যায়, এসএসসি পরিক্ষা পাশ করার পর আর তার পড়াশোনা সুযোগ হয়নি। সংসারে হাল ধরতে লেগে যায় চাষে। ফজলুল হকের ঘরে চার ছেলে মেয়ে সকলের বিয়ে হয়েগেছে। ফজলুল হকের হয়ে গেছে নাতি পুতি। তবুও কিঞ্চিৎ পরিমান কমেনি বই পড়ার প্রতি আকর্ষণ।
তার স্ত্রীর সাথে কথা বলে জানা যায়, তার গ্রামের বাড়ি সোহাগপুর গ্রামে। ঝিনাইদহের হরিনাকুন্ড উপজেলার রঘুনাথপুরে অবস্থিত। বই প্রেমিক মোঃ ফজলুল হক। হাসপাতালে শুয়ে বসে বই পড়ে সময় কাটাছেন। সংসারের কাজ করার পরেও ঠিক সময় মত বই পড়েন। মোঃফজলুল হক অসংখ্য বই পড়েছেন এবং পড়েন।