ঝিনাইদহ হরিনাকুন্ডতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিনাকুন্ডুতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেলা সাড়ে এগারোটায় উপজেলা সদরের সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজ ক্যাম্পাস থেকে র্্যালি শুরু হয়ে উপজেলা পরিষদ ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার মহিলা কলেজে এসে র্্যালি সমাপ্ত হয়।
র্্যালি উত্তর আলোচনা সভা সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে স্বাধীনতা শিক্ষক পরিষদের উপজেলা সভাপতি অধ্যক্ষ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধানশিক্ষক মোসলেম উদ্দীন এবং আব্দুল কুদ্দুস মল্লিক।
সহকারী অধ্যাপক মাহবুব মুরশেদ শাহীনের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ একেএম মোতালেব হোসেন, অধ্যক্ষ এম, মোক্তার আলী, অধ্যক্ষ রবজেল হোসেন, অধ্যক্ষ মাওঃ আসাদুজ্জামান ও প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। অন্যান্য শিক্ষকদের মধ্যে আলোচনা অংশ নেন গোলজার হোসেন, ইমরাুল কায়েস, আবুল কাসেম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম, মাসুদুল হক, নিয়ামত আলী , জামাল উদ্দীন, মিজানুর রহমান, সিরাজ উদ্দীন, জাহাঙ্গীর হোসেন, কামাল উদ্দীন, রবিউল ইসলাম, লাবনী পারভীন, হাসিবুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় শিক্ষাবান্ধব সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার চিকিৎসা ভাতা, ৫% বার্ষিক প্রবৃদ্ধিসহ জাতীয় বেতন স্কেলে শিক্ষকদের বেতন ভাতা প্রদান করছেন।
মুজিব বর্ষের মধ্যে সরকারি শিক্ষকদের ন্যায় বাড়িভাড়া প্রদান করে শিক্ষা জাতীয় করণের মহান কাজটি সম্পাদনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাসে কালজয়ী হয়ে বেঁচে থাকবেন।
অনুষ্ঠানে উপজেলার পৌনে এক”শ এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকবৃন্দ অর্ধবেলা ব্যাপি আয়োজিত কর্মসূচিতে গভীর প্রত্যাশা এবং আগ্রহ সহকারে অংশ গ্রহন করেন।