ঝিনাইদহের চোখ-
শার্ট খুলে রেখে খালি গায়ে নারীদের শরীরে দেওয়া হচ্ছে করোনার টিকা। আবার একটু ফাঁকা পেলেই টিকা দেওয়া কেন্দ্রে বসে ধূমপান করছেন মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) শহিদুল ইসলাম। রবিবার দুপুরে এমন চিত্রই দেখা গেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
কেন্দ্রে নারী ও পুরুষদের জন্য নেই কোনো আলাদা বুথ। এ সময় বেশ কয়েকজন নারীকে অস্বস্তিতে পড়তে দেখা গেছে।
টিকা দেওয়া শেষে কেউ কেউ বলছেন, সরকারি হাসপাতালে এভাবে খালি শরীরে টিকা দেওয়া এর আগে কখনো দেখিনি।
এমন ঘটনাকে দায়িত্ব জ্ঞানহীন উল্লেখ করে ্ওই কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন টিকা নিতে আসা লোকজন ও এলাকাবাসী।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) শহিদুল ইসলাম বলেন, শার্ট ঘেমে ভিজে গিয়েছিল। তিনি খুলে রৌদ্রে রেখেছিলেন। এ জন্য খালি শরীরে টিকা প্রদান করেছি। যখন রোগীর চাপ কম ছিল তখন ধূমপান করেছি।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেন, ঘটনাটি জানার পর তাকে প্রাথমিকভাবে শোকজ করেছি। খালি গায়ে দায়িত্ব পালন করার নিয়ম নাই। দায়িত্বে অবহেলা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।