নাচোলে পালিত হল ঝিনাইদহের কিংবদন্তী ইলামিত্রের প্রয়ান দিবস
ঝিনাইদহের চোখ-
তেভাগা আন্দোলনের কিংবদন্তি ও বিপ্লবী নেত্রী নাচোলের রানিক্ষ্যাত ইলামিত্রের প্রয়ান দিবস পালিত হয়েছে। বুধবার আন্দোলনের কেন্দ্রবিন্দু কেন্দুয়া পঞ্চানন সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে দিবসটি পালিত হয়। এদিন নানা আয়োজনে দুপুরে কলা ও পদ্ম পাতায় খাওয়ানো হয় মানুষকে।
বিকেলে নাচোল ইলামিত্র সংসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাচোল উপজেলা নির্বাহী কর্মতর্তা শরিফ আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা কালচারাল কর্মকর্তা ফারুকুর রহমান ফয়সাল, নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, সহকারী কমিশনার খাদিজা বেগম, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেন, ইলামিত্র সংসদের সভাপতি বিধান সিং ও সাংবাদিক নুরুল ইসলাম বাবুসহ অন্যরা।
এর পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা এবং উপজেলার আদিবাসি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ইলামিত্র ১৯২৫ সালের ১৮ অক্টোবর ঝিনাইদহ জেলায় জন্মগ্রহণ করেন। পরে বিয়ে হয় চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুর হাট এলাকায়। ১৯৫০ সালে তেভাগা আন্দোলনের নেতৃত্ব দেন তিনি। তখন তাঁকে বিভিন্নভাবে নির্যাতন সহ্য করতে হয়। ২০০২ সালের ১৩ অক্টোবর কোলকাতায় ইহকাল ত্যাগ করেন।