ঝিনাইদহ কালীগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন
ঝিনাইদহের চোখ-
মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’ এই স্লোগানকে সামনে নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
বৃহষ্পতিবার সকাল ১০টায় উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা আব্দুল্লাহ-হেল মাসুম, সাংবাদিক শাহজাহান আলী বিপাশ প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয় কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা গত ২০২১ সালের অক্টোবর পর্যন্ত ৫৭টি অগ্নি নির্বাপন করতে সক্ষম হয়েছেন। এতে প্রায় ১ কোটি বায়ান্ন হাজার টাকার সম্পদ রক্ষা করেছেন।
এছাড়া উপজেলার ৫৭টি দুর্ঘটনায় ৮৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন এবং ১৫ জন নিহত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।