ঝিনাইদহে রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে রোপা আমন ধানের হাইব্রীড ধানী গোল্ড ধানের ফলন নির্ণয়ে নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা কৃষি আয়োজনে সদর উপজেলার মধুপুর আলমাদরাসাতু রিয়াজুল জান্নাহ মাদ্রাসা ও এতিম খানার নিজস্ব জমিতে এ জাতের ধানের কর্তন উদ্বোধন করা হয়।
পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন’র সভাপতিত্বে উদ্বোধীন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনাইদ হাবিব, মাদ্রাসার সভাপতি আব্দুল গফুর মোল্লা।
আয়োজকরা জানায়, মধুপুর আলমাদরাসাতু রিয়াজুল জান্নাহ মাদ্রাসা ও এতিম খানার নিজস্ব জমিতে মাদ্রাসা কর্তৃপক্ষ হাইব্রীড ধানী গোল্ড ধানের আবাদ করেছে। এবার ধানের ভালো ফলন হয়েছে। এ জমি থেকে উৎপাদিত ধান এতিমখানার শিশুদের খাওয়ানো হবে।