ঝিনাইদহ হরিণাকুন্ডে নকলমূক্ত শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরিক্ষা
এইচ মাহবুুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
সারা দেশের ন্যয় ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নকলমূক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি,দাখিল,এসএসসি(ভোকেশনাল)ও দাখিল(ভোকেশনাল) পরীক্ষা শুরু হলো।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক জানান উপজেলার হরিণাকুণ্ডু পাইলট স্কুল এন্ড কলেজ কেন্দ্রে-৭০২,হরিণাকুণ্ডু সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে-৯৬২, পাইলট স্কুল এন্ড কলেজ(ভোকেশনাল) কেন্দ্রে-১৫৮,হরিণাকুণ্ডু আলিম মাদ্রাসা কেন্দ্রে-১৭৭ ও জোড়াদাহ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে-৭৭২জন শিক্ষার্থী (পাঁচটি কেন্দ্রে) মোট ২৮শত ৭১জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছে।
রবিবার পরীক্ষা চলাকালীন সময়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি)সেলিম আহমেদ বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে সন্তোষ প্রকাশ করা সহ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ ও নকলমূক্ত পরিবেশ সৃষ্টিতে উৎসাহ জোগান।