কালীগঞ্জ

বৈরি আবহাওয়ায় ঝিনাইদহে মাঠের পাকা ধানের ব্যাপক ক্ষতি

ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে হঠাৎ বৈরি আবহাওয়ার কারনে মাঠের উঠতি পাকা ধান নিয়ে দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা। অন্যদিকে ধান কাটা শ্রমিক সংকট নিয়ে চরম ভোগান্তি ও দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মাঠের পাকা ধান ঘরে রীতিমত শংকায় চাষীরা।

জানা যায়, ধান রোপনের শুরু থেকেই আবহাওয়া অনুকুলে থাকায় কোন বিপর্য য় দেখা যায়নি। সেই সাথে ধান খুব ভাল হয়েছিল। কিন্তু চলতি সপ্তাহে বৈরী আবহাওয়ায় জমির পাকা ধানঘরে তুলতে হিমশিম খেতে হচ্ছে কৃষকদের ।

কিন্তু কয়েক দিনের বৈরী আবহাওয়ার সাথে শ্রমিক সংকটে হতাশ হয়ে পড়েছে কৃষকরা। বেশি টাকা দিয়েও মিলছে না ধান কাটার শ্রমিক।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার বলেন কৃষকরা পাকা ধান কাটা শুরু করেছে। শতকরা ৮০ভাগ ধান পেকে গেলে দ্রুত কেটে নেওয়ার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। কারণ প্রাকৃতিক দূর্যোগে পুরো ধান নষ্ট না হয় এজন্য আগাম সর্তকতা হিসেবে পরামর্শ দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button