ঝিনাইদহ সদর
ঝিনাইদহে দুই দিন ব্যাপি মানবাধিকার নাট্য উৎসবের সমাপনী
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে শেষ হয়েছে ২ দিন ব্যাপী মানবাধিকার নাট্য উৎসব। উৎসবের শেষ দিনে জেলা শিল্পকলা একাডেমী মঞ্চে মঞ্চায়িত হয় নাটক রসভঙ্গ, অভিনয় নিয়ে বিড়ম্বনা, পাঠশালা, ও ময়মনসিংহ গীতিকা অবলম্বনে রচিত ভেলুয়া সুন্দরী।
শিশুশ্রম রোধ ও শিশু শ্রমিকদের পাঠদান করিয়ে যোগ্য মানুষ গড়ে তুলতে সমাজের করনীয় নানা বিষয় ফুটিয়ে তোলা হয় নাটকে। এছাড়াও পরিবেশিত হয় রম্য নাটক। যা উপভোগ করেন শহরের নানা শ্রেণী পেশার মানুষ।
‘উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত’ এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার ২৩তম এ মানবাধিকার নাট্য উৎসবের আয়োজন করে জেলা মানবাধিকার নাট্য পরিষদ। ২ দিন ব্যাপী পরিবেশিত উৎসবে অভিনয় করে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নাট্যকর্মীরা।