ঝিনাইদহ সদর
ঝিনাইদহে রোকেয়া দিবসে হেব্বি গ্রুপ ফাউন্ডেশন দিল নারী সম্মাননা
ঝিনাইদহের চোখ-
বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দ গ্রামে জন্ম নেন। সেসময় সমাজ ছিল নানাবিধ কুসংস্কার পূর্ণ। রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তিনি নারী জাগরণের অগ্রদূতের ভূমিকায় অবতীর্ণ হন।
তারই পথ অনুসরণ করে বাঙালি নারীরা সমাজ কে এগিয়ে নিতে অগ্রণী ভুমিকা পালন করে যাচ্ছে। ঝিনাইদহের নারী যোদ্ধা- ফারহানা রেজা আনজু, মালেকা হেনা মায়া, নাসিমা হাসান,বাবলী জোয়ার্দার, মল্লিকা সাহা, মারিয়া তাবাসসুম তুলি, আফসানা মিমি টুম্পা, তাদের সহ অনান্য নারীদের কে অনুপ্রাণিত করতে হেব্বি গ্রুপ ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে সন্মানিত করা হয়েছে।