কালীগঞ্জ

ঝিনাইদহে বিকাশে গৃহবধুর সাথে প্রতারণা

ঝিনাইদহের কালীগঞ্জে বিকাশের মাধ্যমে প্রতারক চক্র প্রতারণা করে সোনিয়া আক্তার নিলিমা নামের এক গৃহবধুর কাছ থেকে ৯ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। শুক্রাবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সোনিয়া আক্তার উপজেলার মনোহরপুর গ্রামের মহিন উদ্দিনের স্ত্রী।

সোনিরা স্বামী মহিন উদ্দিন জানান, গত ২ সপ্তাহ আগে তিনি তার স্ত্রীর মোবাইল ফোনে একটি বিকাশ হিসাব খোলেন। সে সময় টাকা জমা করেন ৫১০টাকা। এর পর ঢাকা থেকে তার বিকাশ হিসাবে ৯ হাজার টাকা বিকাশ করেন এক আত্মীয়। বিকাশ আশার পর পরই প্রতারক চক্র তার স্ত্রী মোবাইল নাম্বারে ফোন (০১৯৯১৬৩৮৩৮৯) দিয়ে জানান, আমি বিকাশ হেড অফিস থেকে বলছি। কিছু তথ্য দিয়ে সহযোগিতা না করলে আপনার বিকাশ হিসাব বন্ধ হয়ে যাবে। কখনো টাকা তুলতে পারবেন না। স্বল্প শিক্ষিক সোনিয়া প্রতারক চক্রের খপ্পড়ে পড়ে তাদের কথা মতো বিকাশের পিন নম্বার দিয়ে নে। এর পর তার হিসাব থেকে (০১৯০৯৯৫৬৩৩৫) নাম্বারে ৯ হাজার টাকা সেন্ড মানি হয়ে যায়।

মহিন উদ্দিন জানান, আমরা কৃষক মানুষ। বিকাশ হিসাব খুলেই প্রতারক চক্রের কবলে পড়লাম। খোয়া গেল ৯ হাজার টাকা। এই টাকা উদ্ধার করবো কি করে? এই প্রতাকর চক্রের গ্রেফতারের দাবি জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button