ঝিনাইদহে অবৈধ নদী দখল ও দূষনকারীদের তালিকা তৈরীর নির্দেশ দিলেন জাতীয় নদী রক্ষা কমিশন
ঝিনাইদহের চোখ-
“নদ-নদীর দখল, দূষণ এবং অন্যান্য অপব্যবহারের প্রতিরোধ ও নদী রক্ষা শীর্ষক” জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪৮ নদী সমীক্ষা প্রকল্প, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রকল্প পরিচালক ও যুগ্ন সচিব ইকরামুল হক।
সভায় জেলার ভৈরব, নবগঙ্গা, গড়াই ও চিত্রা নদীর বর্তমান পরিস্থিতির তথ্য উপস্থান করে জেলা প্রশাসন। সভায় বাংলাদেশের নদ-নদীসমূহের বর্তমান অবস্থার ভিডিও উপস্থাপন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ঝিনাইদহ ৬টি উপজেলা চেয়ারম্যান, ইউএনও, ভূমি কর্মকর্তাসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা ও জেলা নদী রক্ষা কমিটির সদস্যসহ গণ্যমান্য অতিথিবৃন্দ।
প্রকল্প পরিচালক তার বক্তব্যে বলেন, দ্রুত নদী দখলকারী ও নদী দূষনকারীদের তালিকা প্রস্তুত করে জমা দিতে। এ ব্যাপারে তিনি কঠোর হওয়ারও নির্দেশনা প্রদান করেন। দখলকারীদের বিরুদ্ধে আইন প্রয়োগে কোন প্রকার ছাড় না দেওয়ার নির্দেশনাও দেন তিনি।
সভাটি জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।