শৈলকুপাহরিনাকুন্ডু
ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম
ঝিনাইদহের চোখ-
৫ম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহনের জন্য ঝিনাইদহের ২ টি উপজেলার ২০ টি ইউনিয়নে পাঠানো হয়েছে নির্বাচনী উপকরণ। ব্যালট পেপার ছাড়া ভোটগ্রহণের বাকি উপকরণ পাঠানো হয়েছে। সকালে শৈলকুপা ও হরিণাকুন্ডু উপজেলা নির্বাচন অফিস থেকে কেন্দ্রে প্রিজাইডিং অফিসারদের হাতে এসব উপকরণ বুঝে দেওয়া হয়। আগামীকাল সকালে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে ব্যালট পেপার।
এই দুই উপজেলার ২০ টি ইউনিয়নে মোট ৩ লাখ ৭১ হাজর ৪’শ ৪৮ জন ভোটার ২০৩ টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এখানে চেয়ারম্যান পদে মোট ৬৮ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৯৮ জন ও সাধারণ সদস্য পদে ৫৯১ জন প্রতিদ্ব›দ্বীতা করছেন।
নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ করতে বিপুল পরিমাণ পুলিশ, র্যাব, আনসার সদস্য, বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, স্টাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।