ঝিনাইদহ সদর
ঝিনাইদহে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন

ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
শুরুতে টিভিতে জন্মবার্ষিকী উদযাপন ও পদক প্রদাণ অনুষ্ঠান উপভোগ করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুষ্ঠানের উদ্বোধন করার পর ঝিনাইদহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মজিবর রহমান, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
পরে জেলার ৬ উপজেলার ৩০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।