ঝিনাইদহ কালীগঞ্জে অমিক্রনের ভয়াবহতা ঠেকাতে ভ্রাম্যমান আদালতে জরিমানা
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ কালীগঞ্জে ওমিক্রনের প্রভাব বিস্তার ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকালীন সময়ে ৭ টি মামলায় ১,৭০০/= টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
শুক্রবার বিকালে উপজেলার বাসস্ট্যান্ড যশোর রোড, বাজার রোড, জনতা ব্যাংক মোড়, কালিবাড়ি মোড়সহ বিভিন্ন স্থানে ও মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুল্লাহ।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুল্লাহ জানান, সরকারী বিধিনিষেধ অমান্য করা, সামাজিক দূরত্ব বজায় রেখে না চলা, মাস্ক পরিধান না করার অপরাধে ৭টি মামলার বিপরীতে ১৭০০ টাকা জরিমানা করা হয়।
এসময় তিনি এই ঘাতক করোনার অমিক্রন ধরণের ভাইরাসের ভয়াবহতা থেকে রক্ষাপেতে সরকারি আইন সম্পর্কে জনসাধারণকে সচেতন করেন। মাস্ক বিতরণ করেন।
তিনি আরও বলেন, এই অমিক্রন ধরণের ভাইরাসের হাতথেকে সাধারণ মানুষকে বাচাতে প্রশাসন আগামীতে আরও কঠোর ভূমিকা পালন করবে। এছাড়াও ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।