কালীগঞ্জ

কালীগঞ্জে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্টিত

ফিরোজ আহম্মেদ, কালীগঞ্জ, ঝিনাইদহ চোখ-
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে।

সোমবার সকালে পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে সভাতে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির সিদ্দিকী ঠান্ডু, সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা, বারবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল আলম, কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন।

সভাতে বক্তাগন বর্তমানে উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক উল্লেখ করে বলেন, বেশ কিছুদিন থেমে থাকার আবারো গরু চুরির ঘটনা ঘটছে। সেইসাথে শহর গ্রামাঞ্চলে সুদে কারবার ও অনলাইন বেটিং জুয়ায় ফাদে প্রতিনিয়ত মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে।

এসব প্রতিরোধ সহ মাটি টানা ভাটার গাড়ীতে সড়ক নষ্ট ও যানজটে জনদূর্ভোগ কমাতে কালীগঞ্জ ও বারবাজার হাইওয়ে থানার ওসিকে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনে আহব্বান জানান। এছাড়াও সরকারী এম ইউ কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা সহ অপমৃত্যু ও বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিকভাবে কাজ করার কথা বলা হয়।

সভাতে আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলমগীর হোসেন, এম ইউ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোজ কুমার, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ, ইউ পি চেয়ারম্যান মহিবুল ইসলাম মন্টু, নাছির চৌধুরী, আবুল কালাম আজাদ, আলাউদ্দিন আলা, নজরুল ইসলাম রিতু. উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা খাতুন ও সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম প্রমুখ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button