সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ-সাংবাদিকদের সাথে মতবিনিময়ে ঝিনাইদহ ডিসি
রাজু আহমেদ, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে নবাগত জেলা প্রশাসক মনিরা বেগম এর সাথে জেলায় কর্মরত সাংবাদিকদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ঝিনাইদহ পৌরসভার প্রশাসক ইয়ারুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক এ্যড.শেখ সেলিম, সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দীন আজাদ, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, সাধারণ সম্পাদক শাহিদুর রহমান সন্টু ও বাংলাদেশ টেলিভিশনের ঝিনাইদহ জেলা প্রতিনিধি পিন্টু লাল দত্ত ।
বক্তারা জেলার বিভিন্ন সমস্য ও উন্নয়ন নিয়ে কথা বলেন। সাংবাদিক নেতৃবৃন্দ জেলার জন-মানুষের কিছু দুর্ভোগের চিত্র তুলে ধরেন।
নবাগত জেলা প্রশাসক মনিরা বেগম সাংবাদিকদের কথা মনোযোগ দিয়ে শোনেন। জেলা প্রসাশক বলেন সংবাদপত্রকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের সহযোগিতা পেলে জেলাকে আরো সমৃদ্ধির পথে এগিয়ে নিতে পারবো। আপনারা যে সমস্ত তথ্য উপস্থাপন করেছেন তাতে আমি অনেক সমৃদ্ধ হয়েছি।